সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০ মে ২০২৫-এ লংকাউই আন্তর্জাতিক সমুদ্র ও মহাকাশ প্রদর্শনী (LIMA’25)-এ অংশ নিয়ে দেশের যুবশক্তিকে বিমানচালনা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ও মহাকাশ প্রযুক্তিতে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন। এছাড়া আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা ও প্রদর্শনীর সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

অগ্রসর প্রযুক্তিতে যুব সম্পৃক্ততা ও TVET নীতি

প্রধানমন্ত্রী তার পোস্টে ফ্লাইট সিমুলেশন প্রশিক্ষণ ও মাইক্রো-স্যাটেলাইট উন্নয়নে স্থানীয় যুবক ও প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, MADANI সরকারের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (TVET) নীতির মাধ্যমে উচ্চ-আয়ের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এর অংশ হিসেবে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বে কারিগরি প্রশিক্ষণের মানোন্নয়নে জোর দেওয়া হচ্ছে।

LIMA’25-এ ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের উপস্থিতি মালয়েশিয়া-ভারত প্রতিরক্ষা সম্পর্ককে শক্তিশালী করেছে। উভয় দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আনোয়ার ইব্রাহিম বলেন, "এশিয়ার নিরাপত্তা অর্জনে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া তার মহাকাশ ও সমুদ্র প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।"

এবারের LIMA’25-এ ৮৬০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যার মধ্যে ৪২৬টি আন্তর্জাতিক ও ৪৩৪টি স্থানীয়। প্রদর্শনীতে ১৫টি দেশের প্যাভিলিয়ন, ৪৩টি স্থিরবিমান ও ৩২টি সমুদ্রযান প্রদর্শিত হয়। যদিও ফ্লাইট ডিসপ্লে কম থাকলেও শিল্পখাতে একাধিক MoU স্বাক্ষরের মাধ্যমে সম্পর্ক জোরদার হয়েছে। প্রধানমন্ত্রী ভবিষ্যতে প্রদর্শনী এলাকা সম্প্রসারণের প্রস্তাব দিয়ে বলেন, "এটি আরও বৃহত্তর আন্তর্জাতিক ফোরাম গঠনে সাহায্য করবে।"

স্বয়ংসম্পূর্ণতার দিকে মালয়েশিয়া

প্রধানমন্ত্রী মহাকাশ ও সমুদ্র প্রযুক্তিতে স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তার মতে, TVET ও যুব সম্পৃক্ততার মাধ্যমে মালয়েশিয়া বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় এগিয়ে যাবে।

 

LIMA’25-এর সাফল্য মালয়েশিয়ার প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতের সম্ভাবনারই প্রতিফলন। আন্তর্জাতিক অংশগ্রহণ ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে দেশটি এই খাতে নতুন যুগের সূচনা করছে বলে বিশ্লেষকদের ধারণা।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর