সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরাইল। দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলাতে দুজন নিহত হয়েছেন। রবিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে এইকথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিনতে জবাইলের আল-সাওয়ানেহ ও খিরবেত সেল্মের মধ্যবর্তী এলাকাতে চালানো এই হামলাতে একজন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, একটি ইসরাইলি ড্রোন এই এলাকাতে একটি পিকআপ ভ্যানে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়াও নাবাতিয়েহের ইকলিম আল-তুফাহ এলাকাতে হুমিন আল-ফাওকা-হামিলা সড়কের একটি গাড়িতে হামলার ঘটনায় আরও একজন নিহত হন।

এনএনএর প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি ড্রোন টায়ার জেলা ও এর আশপাশের অঞ্চল, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ ও বিনত জবাইল এলাকাতে খুব নিচু দিয়ে উড্ডয়ন করছে ও টহল দিচ্ছে।

ইসরাইলি বাহিনীর পক্ষ হতে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর