সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলাতে অন্তত চারজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও তিনজন। রবিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে। এই হামলার মাধ্যমে হিজবুল্লাহর সাথে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি অমান্য করা হয়েছে।

গতকাল শনিবার গভীর রাতে নাবাতিয়েহ জেলার দোহা-কাফারমান সড়কের একটি গাড়িতে ইসরাইলি ড্রোন আঘাত হানে। এতে গাড়ির ভেতরে অবস্থান করা চারজন নিহত হন। সে সময় গাড়িটির পাশ দিয়ে যাওয়া দুই মোটরসাইকেল আরোহী আহত হয়।

আবাসিক এলাকাতে চালানো এই হামলাতে আশপাশের কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে যায়।

এই হামলার কথা স্বীকার করে নেয় ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি হচ্ছে, হিজবুল্লাহ কর্মকর্তাদের উদ্দেশ্য করে হামলা চালিয়েছে তারা।

সম্প্রতি সপ্তাহগুলোতে লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা বেশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের নভেম্বর হতে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও তেলআবিব লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে বিমান হামলা প্রবল করেছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর