কিউবার সাবেক অর্থমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিলকে। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। একটি প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
আদালতের বিবৃতিতে বলা হয়, গুপ্তচরবৃত্তি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের দ্বারা ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য ক্ষমতার অপব্যবহার করেন তিনি। পাশাপাশি বিদেশী কোম্পানি হতে অর্থ গ্রহণ করেন ও সম্পদ অধিগ্রহণকে বৈধ করার জন্য নানা সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন।
প্রাক্তন অর্থমন্ত্রী জিল এক সময় কিউবার রাষ্ট্রপতি মিগেল ডিয়াজ-কানেলের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ও ২০২১ সালে বড় রকমের অর্থনৈতিক সংস্কার চালু করেছিলেন। কিন্তু, এ সংস্কার কর্মকাণ্ড দীর্ঘদিন স্থায়ী হয়নি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ডিয়াজ-কানেলের মাধ্যমে বরখাস্ত হওয়ার পরে জিলকে আর দেখা যায়নি।
আদালতের সিদ্ধান্ত কিউবাতে উচ্চপর্যায়ের দুর্নীতি ও রাষ্ট্রীয় নীতি অমান্য করার ক্ষেত্রে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। সাবেক অর্থমন্ত্রীর আজীবন কারাদণ্ড কিউবার রাজনৈতিক এবং প্রেক্ষাপটকে নতুনভাবে আলোচনার বিষয় করে তুলে ধরেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
