সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভেনিজুয়েলাতে হামলা করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ফ্লোরিডায় যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, তিনি ভেনিজুয়েলার অভ্যন্তরে কোনো সামরিক হামলার কথা বিবেচনা করছে না। যদিও বিগত মাসেই দেশটিতে হামলা চালানোর একটি ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে এরই মাঝে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও বহু সেনা মোতায়েন করেছে। বিশ্বের সবচেয়ে বৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনিজুয়েলার দিকে আছে।

সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করে, তিনি কি ভেনিজুয়েলাতে হামলার কোনো পরিকল্পনা করছেন? এর জবাবে ট্রাম্প বলেছেন, না।

কিন্ত ট্রাম্পের এরূপ সংক্ষিপ্ত জবাব তার সম্প্রতি বক্তব্যের সাথে সাংঘর্ষিক। এর পূর্বে কমপক্ষে দুবার তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, কোনো রকম ঘোষিত যুদ্ধ ছাড়াই ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর