খাদ্যের আশায় লাশ হচ্ছে ফিলিস্তিনিরা
প্রতিনিয়ত গাজায় নিরীহ মানুষদের প্রাণ যাচ্ছে এবং বিশ্ব এই বিষয়টি মেনেও নিচ্ছে। গাজায় ক্ষুধায় এবং ইসরাইলের হামলায় প্রতিনিয়ত কত গাজাবাসীর প্রাণ যাচ্ছে। প্রতিনিয়ত গড়ে প্রায় ৯১ জন মানুষের প্রাণ যাচ্ছে। ৭১৬ দিন ধরে চলা এই হামলায় ৬৫২০৮ জন নিহত হয়েছে এবং ১৬৬২৭১ জন আহত হয়েছে। এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো কত মানুষের সংসার, কত মানুষের স্বপ্ন। অনেকেই ত্রাণকেন্দ্রে ত্রাণের জন্য গিয়ে এবং খাবার সংগ্রহে গিয়ে নিহত ও আহত হয়েছে অনেকে। এছাড়াও দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মানুষ মারা যাচ্ছে বলে জানানো হয়।
আহত ও মৃতের সংখ্যা যেন দিন দিন থামছেই না।এই পরিস্থিতির সমাধান কি? কতদিনই বা চলমান থাকবে এই হামলা-- প্রশ্ন সারা বিশ্বের কাছে।