কেনিয়াতে ভূমিধস
কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় রিফ্ট ভ্যালি অঞ্চলে ভূমিধসের কারণে অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ন্যুনতম ২৫ জন। ৩০ জন এখনও পর্যন্ত নিখোঁজ আছেন।
গত কয়েকদিন যাবত ভারী বর্ষণে ভূমিধস দেখা দিয়েছে। শনিবারের এই ভূমিধসে এক হাজারেরও অধিক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রিসভার সচিব কিপচুম্বা সামাজিকমাধ্যম এক্সে একটি বিবৃতিতে বলেছেন, সেনাবাহিনী ও পুলিশের সহায়তাতে উদ্ধার অভিযান চলমান আছে।
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও প্রয়োজনীয় সকল রকমের ত্রাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
গুরুতর আহত ন্যুনতম ২৫ জনকে এলগেয়ো-মারাকওয়েট কাউন্টি হতে চিকিৎসার উদ্দেশ্যে এলডোরেট শহরে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে বলেও বলেন তিনি।
পশ্চিম কেনিয়ার এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পাহাড়ি এলাকা চেসোঙ্গোচে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে। প্রবল বর্ষণে এই এলাকাটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চেসোঙ্গোচের পাহাড়ি এলাকাটি এখন ভূমিধসের ঝুঁকিতে আছে। এর পূর্বে ২০১০ ও ২০১২ সালে আলাদা ঘটনাতে বহু মানুষ মারা যায়। ২০২০ সালে প্রচণ্ড বন্যাতে একটি শপিং সেন্টার ভেসে গিয়েছিল।
স্বাধীনতার বার্তা / মেবি
