নেতানিয়াহু ক্ষমা চাইলেন কাতারের কাছে
দোহায় সদ্য হামলার কারণে কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্র্রী নেতানিয়াহু। হামাস নেতাদের উদ্দেশ্য করে চালানো এই হামলার সময় এক কাতারি নাগরিকের হত্যার জন্য ক্ষমা চান তিনি।
সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান নেতানিয়াহু।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথম উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারে হামাসের নেতাদের উদ্দেশ্য করে ইসরাইলের মিসাইল হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন।’ ৯এ সেপ্টেম্বরের এই হামলায় হামাসের পাঁচ সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় থাকা হামাসের সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছিল। কিন্ত হামাসের শীর্ষ নেতারা হত্যার চেষ্টা থেকে বেঁচে যান বলে জানা যায়।
এটিই ছিল কাতারের উপর প্রথম ইসরাইলি আক্রমণ। গাজা যুদ্ধবিরতির উদ্যোগে গুরুত্বপূর্ণ বিচারক হিসেবে কাজ করছে দোহা। দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর বিশাল ঘাঁটি রয়েছে বলে জানা যায়।