মুক্ত ফিলিস্তিনিরা ইসরাইলি কারাগার সম্পর্কে কেমন বর্ণনা দিলেন
ইসরাইলি আটক হতে মুক্তি পাওয়ার পরে তাদের কারাগারে কেমন ছিলেন সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন মুক্তি ফিলিস্তিনিরা।
আব্দুল্লাহ আবু রাফে নামের এক ফিলিস্তিনি তার ইসরাইল হতে মুক্তির অনুভূতিকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, ‘আমরা ছিলাম একটি কসাইখানায়, কারাগারে নয়। দুর্ভাগ্যবশত আমরা ‘ওফার কারাগার’ নামের এক কসাইখানায় অবস্থান করেছি। সেখানে এখনো অনেক তরুণ আটক আছে। ইসরাইলি কারাগারের অবস্থা খুবই ভয়াবহ। সেখানে নেই কোনো বিছানা —তারা সবসময় এসে বিছানা নিয়ে যায়। খাবারের অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে জীবনযাপন করা সত্যিই ভীষণ কঠিন।’
আরেক মুক্তিপ্রাপ্ত বন্দি ইয়াসিন আবু আমরা ইসরাইলি কারাগারের পরিস্থিতিকে ‘খুব, খুবই খারাপ’ বলে বর্ণনা করেছেন।
তিনি বলেছেন, ‘খাবার, নির্যাতন, মারধর—কোনো কিছুই ভালো ছিল না। কোনো খাবার অথবা পানীয় দেওয়া হতো না। একবার আমি টানা চার দিন কিছু খাইনি। খান ইউনিস আমাকে দুইটি মিষ্টি দিয়েছে, আমি সেগুলোই খেয়েছি।’
প্রতিবেদন অনুসারে, ইসরাইল অন্তত ২৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে, যারা আজীবন কিংবা দীর্ঘ মেয়াদের সাজা ভোগ করছিলেন। এছাড়াও, গাজা হতে যুদ্ধ চলাকালে আটক করা আরও ১,৭১৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
