সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্রের শিকাগোতে চাঞ্চল্যকর এক ঘটনাতে গুলিবিদ্ধ হয়েছে পুলিশসহ মোট ৩ জন। গতকাল  রবিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় গভীর রাতে, জরুরি নাম্বারে কল করে শহরের সাউথ সাইডের একটি বাসাতে গোলমালের তথ্য জানানো হয়েছে।

খবর পাওয়ার পর সেখানে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। গিয়ে তারা দেখে, মারামারি চলমান আছে দুই ব্যক্তির moddhei। সেটি থামানোর চেষ্টা করার সময় হামলাকারীর বন্দুকের গুলিতে গুলিবিদ্ধ হন এক পুলিশ সদস্য ও ভুক্তভোগী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আরেক পুলিশ কর্মকর্তা ছোড়েন পাল্টা গুলি। এতে করে সন্দেহভাজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে যায়। কিন্তু ভুলবশত ভুক্তভোগীর গায়ে লাগে আরো এক গুলি। এরপরে আহত ৩ জনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। পুরো ঘটনাতে শুরু হয়ে গেছে তদন্ত। 

পুলিশ জানায়, নিহতদের মাঝে একজন শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। অপর দুইজনের মাঝে একজন ২০ বছর বয়সী যুবক ও আরেকজন একটি ভবনের নিরাপত্তাকর্মী (৪৬)। আহতদের মাঝে দু'জন বৃদ্ধা, একজন নারী ও ১৫ বছরের একজন কিশোরী আছেন। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর