সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বেপরোয়া গাড়ির ধাক্কার জন্য চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৩ জন। আহতদের মাঝে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। অপরজন মারা যায় হাসপাতালে নেওয়ার পরে।

পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছেন, হাইওয়েতে একটি গাড়ি বেপরোয়াভাবে চলতে থাকে, সেটি দেখে পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করে। কিন্ত গাড়ি চালককে থামাতে তারা ব্যর্থ হয়েছে। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ের মাঝে একটি বারের বাইরের বারান্দাতে ধাক্কা দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, চালক ফুটপাতে তিনজনকে ধাক্কা দিয়ে পরে বারের বারান্দাতে ঢুকে পড়ে।

গাড়ি চালক ২২ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হঘ। এই দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর