দীর্ঘ ১২ বছর পরে যুক্তরাজ্যে দূতাবাস খুলল সিরিয়া
দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পরে যুক্তরাজ্যে ফের চালু করা হলো সিরিয়ার দুতাবাস। সিরিয়ার পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আসাদ আল-শাইবানি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যে দেশটির দূতাবাস ফের খুলেছেন।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা (SANA) জানায়, “পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি গতকাল বৃহস্পতিবার লন্ডনে সিরিয়ার দূতাবাসের উপর জাতীয় পতাকা উত্তোলন করেছেন, যেটি কয়েক বছর বন্ধ থাকার পরে মিশন ফের খোলার প্রতীক।”
আল-শাইবানি আশা প্রকাশ করছে যে দূতাবাসের ফের খোলার মাধ্যমে একটি নতুন যুগের সূচনা হবে ও সিরিয়াকে বিশ্বে তার ভূমিকা পুনঃস্থাপন করতে সহায়তা করবে।
স্বাধীনতার বার্তা / মেবি
