সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় কেমব্রিজশায়ারের নিকট একটি ট্রেনে ছুরিকাঘাতে অন্তত ১০ জন আহত হয়েছে। এই ঘটনাতে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেন পুলিশ। এক বিবৃতিতে পুলিশ বলেন, আহতদের মাঝে নয়জনের অবস্থা আশঙ্কাজক।

স্থানীয় সময় শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ছুরিকাঘাতের খবর পেয়েছে পুলিশ। এক্স বার্তাতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছেন, তারা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে অভিযানে অংশ নেয় ও দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। এই হামলার তদন্তে সন্ত্রাসবিরোধী ইউনিট সহায়তা করছে বলে জানান তিনি। সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ব্রিটিশ পরিবহন পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি বলেছেন, ‘ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলমান আছে। এখনই অনুমান করে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেনের ভিতরে হঠাৎই এক ব্যক্তি বড় ছুরি হাতে যাত্রীদের উপর হামলা চালানো শুরু করে, ফলে আতঙ্কে অনেক যাত্রী বাথরুমে লুকিয়ে পড়েন ও কেউ কেউ হুড়োহুড়ি করতে গিয়ে পায়ের নিচে পড়ে আহত হন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশ পরে টেসার ব্যবহার করে একজন হামলাকারীকে তাদের নিয়ন্ত্রণে আনেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাটিকে ভয়াবহ ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি আহতদের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সেবার সকল সদস্যদের ধন্যবাদ বলেন। এছাড়াও সকলকে পুলিশের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর