বারবার যুদ্ধবিরতি অমান্য করছে ইসরায়েল
যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজাতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চলে পুনরায় প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। আল-শিফা হাসপাতালের বরাতে বলা হয়, গাজার বেইত লাহিয়া এলাকাতে বুধবার সন্ধ্যাবেলা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। কিন্ত ইসরায়েল দাবি করছে যে তারা এমন একটি জায়গাতে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ করা হচ্ছিল ও এইটি তাদের সেনাদের জন্য ছিল হুমকিস্বরুপ।
গত ১০ অক্টোবর হতে গাজাতে হামাস ও ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে হতে উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন।
মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এরপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজাতে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলাতে মোট ১০৪ জন নিহত হয়েছেন, যাদের মাঝে বেশিরভাগই নারী ও শিশু। কিন্ত ইসরায়েল দাবি করছে, তারা হামাসের সিনিয়র যোদ্ধাদের উদ্দেশ্য করে হামলা চালিয়েছে ও এতে কয়েক ডজন হামাসের যোদ্ধা নিহত হয়।
পরবর্তীতে ইসরায়েল বুধবার মধ্যরাতে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি ফের পর্যালোচনা করছে।
স্বাধীনতার বার্তা / মেবি
