সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইউরোফাইটার টাইফুন জেট কিনতে যুক্তরাজ্যের সাথে অন্তত ১১ বিলিয়ন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক। চুক্তির উদ্দেশ্য ২০টি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান তুরস্কের বহরে যুক্ত করা।

সোমবার আঙ্কারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এ চুক্তিতে সই করেছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পদক্ষেপকে ‘এক প্রজন্মের মাঝে সবচেয়ে বড় যুদ্ধবিমান চুক্তি’ হিসেবে আখ্যায়িত করেছে। অপরদিকে এরদোয়ান একে দুই ঘনিষ্ঠ বন্ধুর মাঝে কৌশলগত সম্পর্কের এক নতুন প্রতীক হিসেবে অভিহিত করেছেন।

চুক্তিতে সই হওয়ার পরে স্টারমার বলেছেন, চুক্তিটি ন্যাটোর জন্যও এক প্রকার জয়। তিনি বলেছেন, ‘এটি ন্যাটোভুক্ত দক্ষিণ-পূর্ব অংশ, তাই যুক্তরাজ্যের সঙ্গে এই সক্ষমতা ন্যাটোর জন্যও সত্যিই গুরুত্বপূর্ণ।’

স্টারমার জানিয়েছেন, চুক্তির আওতায় প্রথম টাইফুনগুলোর চালান ২০৩০ সালে আঙ্কারায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

এর পূর্বে গত জুলাইয়ে ৪০টি টাইফুন সরবরাহের জন্য একটি প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করে তুরস্ক ও যুক্তরাজ্য।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর