সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গাজা হতে আরও দুই ইসরাইলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। এই বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়। গতকাল শনিবার রাতে দুটি কফিনে করে আন্তর্জাতিক রেডক্রস কমিটির নিকট লাশ হস্তান্তর করে হামাস।

আজ রবিবার ভোরে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রেড ক্রসের দ্বারা ইসরাইলের দুই জিম্মির লাশ পেয়েছে তারা।

লাশ দুটি ইসরাইলি ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে স্থানান্তর করা হয় ও শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, ‘আমাদের জিম্মিদের ফিরিয়ে দেয়ার প্রচেষ্টা চলমান আছে ও শেষ জিম্মিটি ফিরে না আসা অব্দি চেষ্টা চলমান থাকবে।’

স্বাধীনতার বার্ত / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর