প্রতিনিধিদের চাইতে অধিক অংশ নিয়েছেন জীবাশ্ম জ্বালানির লবিস্টরা
ব্রাজিলে চলমান জাতিসংঘের পরিবেশবিষয়ক বার্ষিক সম্মেলন কপ-৩০-এ নানা দেশের প্রতিনিধিদলের সদস্যের চাইতে ছাড়িয়ে গেছে জীবাশ্ম জ্বালানি লবিস্টদের সংখ্যা। প্রচারকারী সংগঠন কিক বিগ পলিউটারস আউটের (কেবিপিও) বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় বালেম শহরে ১০ নভেম্বর এই সম্মেলনটি শুরু হয়েছে। এইটি চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। চলতি বছরের এই সম্মেলনে প্রতি ২৫ জন অংশগ্রহণকারীর মাঝে একজনই জীবাশ্ম জ্বালানি লবিস্ট, জানায় কেবিপিও।
এই সম্মেলনে সর্বমোট এক হাজার ৬০০-এরও অধিক লবিস্ট অংশ নিয়েছেন। ব্রাজিল ছাড়াও আর সব দেশের পক্ষ হতে সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিদলের সংখ্যা কম। সম্মেলনে ব্রাজিলের পক্ষ হতে অংশ নিচ্ছেন মোট তিন হাজার ৮০৫ সদস্য।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সম্মেলনের চেয়ে এইবার জীবাশ্ম জ্বালানি লবিস্টদের সংখ্যা প্রায় ১২ শতাংশ বেড়েছে। গত বছর আজারবাইজানের বাকুতে কপ-২৯ সম্মেলনে অংশ নিয়েছিলেন মোট এক হাজার ৭৭৩ জন।
তার পূর্বের বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছিলো দুই হাজার ৪৫৬ জন। এই নিয়ে গত পাঁচ বছরে জাতিসংঘের পরিবেশবিষয়ক এই শীর্ষ সম্মেলনে অংশ নেয়া জীবাশ্ম জ্বালানি লবিস্টদের সর্বমোট সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার।
স্বাধীনতার বার্তা / মেবি
