জাতীসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘ সাধারন অধিবেশন পরিষদের ৮০তম অধিবেশনের প্রাথমিক কার্যক্রম ২৩ সেপ্টেম্বর শুরু হবে সাধারণ অধিবেশনের মূল পর্ব 'হাই-লেভেল জেনারেল ডিবেট'। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বিশ্বের ১৪০ জনের বেশি রাষ্ট্রনেতা অংশ নেবেন।
বিশ্ব শান্তি ও নিরপওা নিয়ে অধিবেশনে আলোচনা হবে।
বিভিন্ন দেশ থেকে আশা রাষ্ট্রনেতারা তাদের রাষ্ট্রের বিভিন্ন সমস্যা তুলে ধরবে।
বর্তমানে বিশ্বের অনেক দেশ নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি দেশ আরেকটি দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে।
কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে ফিলিস্তিনিদের নিয়েও কথা হতে পারে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে মূলত এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানান, জাতিসংঘের নিরাপওা পরিষদে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিরা।