জাপানে আগুনে পুড়ে গেলো ১৭০টিরও অধিক ভবন
জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় একটি শহরে ১৭০টিরও অধিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫ টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রাতভর এই আগুন জ্বলেছে, এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনাতে একজন নিখোঁজ আছেন। কিন্তু এখনও হতাহতের কোনো রকম খবর পাওয়া যায়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
