জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
জাপানের পূর্ব উপকূলবর্তী অঞ্চল ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। এরই মাঝে দেশটির বেশ কিছু শহরে সুনামি সতর্কতা জারি করা হয়। এই তথ্য নিশ্চিত করে দেশটির আবহাওয়া অধিদফতর।
এইদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, জাপানের স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে। যেটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ হতে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। পূর্ব উপকূলের আওমোরি ও হোক্কাইদো শহরে ভূমিকম্পের মাত্রা সবচেয়ে অধিক অনুভূত হয়েছে।
এরই মাঝে পূর্ব উপকূলের বেশ কিছু শহরে সুনামি সতর্কতা জারি করা হয়। ধারণা করা যায়, এইসব এলাকাতে সুনামির উচ্চতা ১০ ফুট অবধি উঠতে পারে। কিন্তু প্রাথমিকভাবে এখনো কোনো রকম হতাহতের তথ্য পাওয়া যায়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
