সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ফাইটার জেট ও বোমারু বিমানের যৌথ মহড়া চালায় জাপান ও যুক্তরাষ্ট্র। একটি প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) জাপান সাগরের উপর মহড়া চালায় টোকিওর ৩টি 'এফ-৩৫' স্টিলথ ফাইটার জেট ও ওয়াশিংটনের দুটি 'বি-৫২' বোমারু বিমান।

মূলত জাপান ও দক্ষিণ কোরিয়ার আশেপাশে চীন-রাশিয়ার চালানো বিমান টহলের পাল্টা জবাব দিতেই দেশগুলোর এ সামরিক তৎপরতা।

একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সময় দেশটি জানিয়েছে, বলপ্রয়োগের দ্বারা কেউ অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে সেটি প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ জাপান ও যুক্তরাষ্ট্র।

এর পূর্বে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতের বেলা জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু বিমানের টহল চালায় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই ঘটনাতে নজরদারি চালাতে নিজেদের যুদ্ধবিমান ওড়ায় জাপান। টোকিও ও বেইজিংয়ের মাঝে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এইসব ঘটনা ঘটে। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর