ইসরায়েল ক্ষতিপূরণ দেবে নিহত কাতারির পরিবারকে
কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় শোক প্রকাশ করেছে ইসরায়েল। একই সাথে নিহত কর্মকর্তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও প্রকাশ করেছে দেশটি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর হামাস নেতাদের উদ্দেশ্য করে কাতারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় এক কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন। এতে শোকাহত হয়ে পড়ে তার পরিবার।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা চাওয়ার পরে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। যদিও ইসরায়েল কখন এইচ্ছা প্রকাশ করেছে তা এখনও অস্পষ্ট।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিপূরণ দেওয়ার এই ঘটনা নজিরবিহীন নয়। ২০১৬ সালেও ইসরায়েল ক্ষতিপূরণ দিয়েছিল। তখন ছয় বছরের বিরোধের পরে সম্পর্ক পুনঃস্থাপনের কারণে স্বাক্ষরিত চুক্তির মূল উপাদান হিসেবে ২০১০ সালে একটি ত্রাণ জাহাজে প্রাণঘাতী হামলার কারণে তুরস্ককে প্রায় ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদান করে তেল আবিব।ঘটনাস্থলে অবস্থান করা হামাসের পাঁচজন নেতৃস্থানীয় সদস্য হামলায় অক্ষত ছিলেন।
