সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

গাজায় ইসরাইলের হামলায় একদিনে প্রায় ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার এক গণমাধ্যম কার্যালয় বলছে, যুদ্ধ শুরু হওয়ার পরে থেকে সবচেয়ে অধিক মানুষ ইসরাইল ঘোষিত তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’ নিহত হয়েছেন।

এক বিবৃতিতে হামাসের গণমাধ্যম জানায়, ১১ই আগস্ট হতে গাজায় ১৩৩টি হামলায় প্রায় এক হাজার ৯০৩ জন নিহত হয়েছেন, যা এই সময়ে গাজায় মোট নিহদের প্রায় ৪৬ শতাংশ।

পশ্চিমারা উস্কানি দিলে সর্বশেষ জবাব দেয়ার সতর্কতা রাশিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল ফিলিস্তিনিদের দক্ষিণে যেতে বললেও, সাধারণ মানুষদের সরাসরি লক্ষ্যবস্তু করা হচ্ছে। আরও বলা হয়, বিশ্ব সম্প্রদায়ের স্থিরতা গণহত্যা চালিয়ে যাওয়ার সম্মতি।

মধ্য গাজা হতে আল জাজিরার হানি মাহমুদ বলেছেন, শনিবার ভোর থেকে গাজাতে ইসরাইলি হামলা আরো বৃদ্ধি পেয়েছে।

ইসরাইলি হামলা বৃদ্ধি পাওয়ার পর হতে গাজার কয়েকটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা যায়।

শনিবার শুরুর দিকে, তীব্র বোমাবর্ষণের কারণে গাজার অন্যতম প্রধান হাসপাতাল জর্ডান ফিল্ড হাসপাতাল হতে প্রায় ১০৭ জন রোগী ও তাদের পুরো কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর