১৬ জন ইসরাইলি পাইলট নিহত
২০২৫ সালের জুন মাসে ইসরাইল ইরানের উপর হামলা চালায়। সেই হামলায় ইসরাইলের সাথে ঐক্য প্রকাশ করে আমেরিকাও ইরানের পারমাণবিক কেন্দ্রে আক্রমণ চালায়। ১২ দিনের এই যুদ্ধে ইসরাইলের প্রায় ১৬ জন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম-সাফাভি।
তিনি বলেছেন, এই যুদ্ধের শুরুর দিকে বিমান প্রতিরক্ষা এবং গোয়েন্দা ক্ষেত্রে ইরানের দুর্বলতা সামনে আসলেও এখন সেগুলো দ্রুত চিহ্নিত করে সংস্কার ও পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তার ভাষ্যমতে, যুদ্ধের প্রথম দুই অথবা তিন দিনে ইরানের কিছু সংকট দেখা গেলেও চতুর্থ দিন হতে পরিস্থিতি পাল্টে গিয়েছিল। অন্তিম ধাপে এসে ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ এবং পূর্ণ আধিপত্য কার্যকর করে। তিনি আরও বলেন, বিদেশি বিবেচনায় এ যুদ্ধে প্রায় ৬০ শতাংশ পর্যবেক্ষক ইরানকে বিজয়ী হিসেবে চিহ্নিত করেছেন বলে জানা যায়। ইরান শত্রু কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার, বিদ্যুৎকেন্দ্র এবং টার্মিনালগুলোতে আক্রমণ করেছিল, যার ফলে অপর পক্ষকে আত্মনিবেদন করতে বাধ্য করা হয়। অভিযানের সময় প্রায় ১৬ জনেরও বেশি ইসরাইলি পাইলট নিহত হয়েছেন বলে জানানো হয়। এছাড়াও ইরান শত্রুপক্ষের ৬৪০টিরও বেশি বিমান প্রতিরক্ষা মিসাইল ধ্বংস করেছে।