এবার গ্রেপ্তার করা হলো ইসরাইলি বাহিনীর শীর্ষ আইনজীবীকে
কারাবন্দি ফিলিস্তিনিদের উপর নির্যাতনে ইন্ধন দেয়ার অভিযোগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক শীর্ষ আইনজীবী ইফাত তোমের-ইয়েরুশালমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব হতে তাকে গ্রেপ্তার করা হয়।
শুধু ইফাত তোমের-ইয়েরুশালমকে নয় আইডিএফের সাবেক আইনজীবী কর্নেল মাতান সোলোমেশকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়। ইসরাইলি টেলিভিশন চ্যানেল কান এই বিষয়টি নিশ্চিত করে।
সাম্প্রতিক ইসরাইল ও মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওচিত্র ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ভিডিওচিত্রে দেখা যায়, একটি ইসরাইলি বন্দিশালাতে কারাবন্দি ফিলিস্তিনিদের নিষ্ঠুরভাবে আঘাত করছে ইসরাইলি সেনারা।
প্রাথমিক তদন্তে জানা যায়, ২০২৪ সালের দক্ষিণ ইসরাইলের সেদে তেইমেন সামরিক বন্দিশালাতে ঘটেছিল এই ঘটনাটি। ইফাত ও মাতানের বিরুদ্ধে অভিযোগ হলো তারা এ ঘটনার তদন্তে বাধা দিয়েছিলেন ও সামরিক কর্তৃপক্ষকে এই ব্যাপারে অসত্য সাক্ষ্য দিয়েছিলেন। এছাড়াও এ ভিডিও যেন সংবাদমাধ্যমের হাতে কোনোভাবে না পড়ে, সেই জন্য বেশ পদক্ষেপও নিয়েছিলেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
