সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আরও একজন ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে হামাস। বুধবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক রেড ক্রস কমিটির নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এই লাশ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস একটি বিবৃতিতে জানিয়েছে, গাজার শুজাইয়া মহল্লার পূর্বে ধ্বংসস্তূপের নিচে এই ইসরাইলি জিম্মির লাশ পাওয়া যায়। আরও ছয়জন জিম্মির লাশ গাজাতে রয়েছে।

হামাস বলেছে গাজাতে বহু ধ্বংসযজ্ঞের পাশাপাশি অনুসন্ধানে সহায়তা করার জন্য ভারী যন্ত্রপাতি ও বুলডোজার প্রবেশের উপর ইসরাইলি নিষেধাজ্ঞার জন্য উদ্ধার প্রচেষ্টা অনেক জটিল হয়ে পড়েছে।

আল জাজিরার নূর অদেহ বলেছেন, ইসরাইল একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ না সব লাশ ফেরত পাঠানো হয় তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের প্রতিশ্রুতি পূরণ করবে না- যার মাঝে গাজাতে মানবিক সহায়তার অবাধ প্রবাহ অন্তর্ভুক্ত।’

১০ অক্টোবর হতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে হতে হামাস ২০ জন ইসরাইলি বন্দীকে জীবিত মুক্তি দিয়েছে ও ২২ জনের লাশ হস্তান্তর করেছে, যাদের মাঝে বেশিরভাগই ইসরাইলি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর