ইসরাইল বিরোধী বিক্ষোভ
গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ জব্দের ঘটনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমা ফোরো বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।
বুধবার রাতে সুমুদ ফ্লোটিলায় হামলা করা হয় বলে জানা যায়। ফরাসি নাগরিক ফোরো নিজেও গাজাগামী ফ্লোটিলায় স্বেচ্ছাসেবক হিসেবে অবস্থান করছিলেন এবং তাকেও আটক করা হয়। ফ্লোটিলা ও গ্রেটা থানবার্গসহ কর্মীদের আটকের পরে বিশ্বের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ মিছিল শুরু করেছে।
গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ জব্দের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সাথে আটক স্বেচ্ছাসেবকদের অতিদ্রুত মুক্তির দাবি জানিয়েছে দেশটি। ইসরাইলি অভিযানের প্রতিক্রিয়ায় ইতালি জুড়ে আকস্মিক প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।
অ্যাথেন্স, ব্রাসেল, বুয়েনস আইরেস এবং বার্লিনেও বিক্ষোভ শুরু হয়েছে। অপরদিকে স্প্যানিশ সরকার ইসরায়েলকে কর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে বলে জানা যায়।
ফিলিস্তিনি-পন্থী বিক্ষোভকারীরা তুরিন, মিলান এবং জেনোয়ায় বিক্ষোভ মিছিল করেছে। নেপলস ও পিসায় বিক্ষোভকারীরা স্টেশন প্ল্যাটফর্মগুলো স্বল্পসময়ের জন্য দখল করে নেয় ও ট্রেন অবরোধ করে। বোলোনিয়ায় ব্যানার বহন করে হাজার হাজার মানুষ একত্রিত হয়।