সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ভেঙে রাফাহসহ দক্ষিণ গাজার নানা অঞ্চলে বিমান হামলা চালায় এই ইসরাইলি বাহিনী। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দেয় তেলআবিব।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা গাজায় যুদ্ধবিরতি ফের নতুন করে বাস্তবায়ন আরম্ভ করেছে। আইডিএফ দাবি করছে, তাদের উপর হওয়া হামলার জবাব দিয়েছে তারা।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় আইডিএফ সেনাদের লক্ষ্য করে একটি ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও গুলি ছোড়া হয়েছে। প্রতিউত্তরে হুমকি দূর করতে ও সুড়ঙ্গ শ্যাফ্ট ও সামরিক কাঠামো ভেঙে ফেলার জন্য এই হামলা শুরু করা হয়।’এই হামলায় গাজার আল-জাওয়াইদা শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল-কাসেম ব্রিগেডের কমপক্ষে ছয় সদস্য নিহত হয়েছেন। নিহতদের মাঝে ব্রিগেডের জাবালিয়া ব্যাটিলিয়নের কমান্ডার ইয়াহিয়া আল-মাবহুহও আছেন। কিন্ত হামাস বলেছে, ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো প্রকার সংঘর্ষের বিষয়ে তারা বিন্দুমাত্র জানে না। হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে দায়বদ্ধ। ইসরাইল যুদ্ধবিরতি অমান্য করছে বলে অভিযোগ করেছে তারা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর