সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ইসরাইলের উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে।’

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের নৃশংসতা চলতে পারে না। ইসরাইলের নৃশংসতা এই অঞ্চলকে ঝুঁকিপূর্ণ করে তুলবে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘গাজায় ইসরাইলের সহিংসতা বিশ্বের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারেন। নৃশংসতা ফিলিস্তিনকে দিয়ে সূচনা হলেও অবশ্যই ফিলিস্তিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।’

তিনি সংঘাত বন্ধের প্রস্তাব তুলে ধরেন এবং বলেন, ‘এই সংঘাতের তিনটি মাত্র প্রকৃত সমাধান রয়েছে। আর তা হলো-দখলদার বাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা, একটি স্বায়ত্তশাসিত ফিলিস্তিন রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘমেয়াদী সমর্থন দেয়া এবং জাতিসংঘের উন্নতি করা। পাশাপাশি এটাও সুনিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’

সেপ্টেম্বর মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় তৎক্ষণাৎ, শর্তহীন এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে।

তিনি বলেন, ‘সংস্কার এখন আর কোনো ইচ্ছা নয়, বরং এটি এখন অপরিহার্য। আমরা সফল হব কিনা তার উপর নির্ভর করছে কোটি মানুষের জীবন।’

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর