ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া সত্ত্বেও ইসরাইলকে অস্ত্র দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য
সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। গাজায় ইসরাইলি আক্রমণের তীব্র নিন্দাও জানায় দেশটি। এরপরও খবর পাওয়া গেছে যে গেল আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরাইলে প্রায় এক লাখ ১০ হাজার বুলেট পাঠানো হয়েছে।
যার বাজারমূল্য অন্তত ২০ হাজার পাউন্ড। আগস্ট মাসে সর্বমোট অস্ত্র রফতানি করা হয়েছে দেড় লাখ পাউন্ডেরও অধিক।
এসব পণ্যকে সরাসরি বুলেট হিসেবে কাস্টমস কোডে তালিকা করা হয়েছে। এর পাশাপাশি, ট্যাঙ্ক ও রাইফেলের যন্ত্রাংশসহ মিসাইল, বিস্ফোরক ও বেশ কিছু গোলাবারুদও গেছে অন্যান্য ক্যাটাগরিতে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘনের আশংকায় ইসরাইলে অস্ত্র রফতানির মোট ২৯টি লাইসেন্স বাতিল করেছিল। কিন্ত এখনও প্রায় ৩৫০টি লাইসেন্স সক্রিয়, যার মাঝে ১৬০টিরও অধিক সামরিক হিসেবে তালিকাভুক্ত।