গাজায় ইসরাইলি হামলায় ৫১ জনের মৃত্যু
আজ ভোর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৫১জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে গাজাতে মারা গেছেন ৩৬ জন। এছাড়াও রাফার কাছে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে হামলায় আরও আটজন নিহত হয়েছেন।
রাফাহ শহরের উত্তরে ত্রাণের খোঁজে যাওয়া তিনজনকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হামলায় আহত হয়েছেন আরো অনেকে।
আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে আটকে পড়া পরিবারগুলো ক্রমাগত হামলার শিকার হচ্ছে। বাড়ছে মৃতের সংখ্যা। আকাশ এখন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। ২০২৩ সালের অক্টোবর হতে গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৬৫ হাজার ৩৮২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক লাখ ৬৬ হাজার ৯৮৫ জন।আরও জানা যায় আনজা শহরে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনী ১৯ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে।