সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ইসরাইলি হামলায় একদিনে ৭২ ফিলিস্তিনি নিহত। নিহতদের মধ্যে কয়েকজন খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বিভিন্ন বিতরণ কেন্দ্রে।গতকাল আল জাজিরা সংবাদমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৪৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যায় গাজার মেডিকেল সূত্র থেকে।

আল জাজিরার সাংবাদিক মুয়াত আল- কালহুত জানান, জেইতুন, সাবরা ও আল-জাওইয়া বাজার এলাকায় ইসরাইলি বিমান হামলার পর উত্তর গাজার আল-আহলি হাসপাতালে আহতদের ঢল নামে।

তিনি বলেন, আহতদের মানুষের মধ্যে বেশিরভাগ হচ্ছে শিশু। পর্যাপ্ত বেড বা চিকিৎসা সরঞ্জাম নেই, অনেকেই মেঝেতে পড়ে আছেন। হাসপাতালে রয়েছে চরম সংকট। ’গাজায় মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। শিশু ও নবজাতকদের মৃত্যুর ঘটনা ঘটছে প্রতিনিয়ত পুষ্টির অভাবে।

সাধারণ মানুষকে দক্ষিণে সরে যেতে বলে ইজরাইল। সতর্কতার পর পরই শুরু হচ্ছে বোমা হামলা।

গাজায় হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন‌ (জিএইচএফ) ,বিতরণ কেন্দ্র গুলো পরিচালনা করছে, যাকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে আংশিক সহায়তা বিতরণ শুরু করার পর ইসরাইলের সেনারা আশপাশে অপেক্ষমান মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এতে আহত হয়েছেন চার হাজারেরও বেশি এবং নিহত ৫৮০ জনেরও বেশি ফিলিস্তিনি।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর