ইরানের ইসফাহানে প্রতিরক্ষা স্থাপনায় ইসরায়েলের হামলা, হতাহতের খবর নেই
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনার বরাতে উপ–প্রাদেশিক গভর্নর আকবর সালেহি এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “কিছুক্ষণ আগে ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনায় হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।” হামলার পর ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে।
এর আগে, ইসরায়েলি বাহিনী ইরানের শিরাজ শহরের একটি বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কারখানায় হামলা চালায়। স্থানীয় সময় সেই হামলার পর এলাকাজুড়ে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
হামলার বিষয়ে এখনো ইসরায়েল বা ইরান সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসব হামলা উদ্বেগ তৈরি করেছে।
আল জাজিরা, ইসনা