কে হলো আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন আইরিশ বামপন্থী স্বতন্ত্র প্রার্থী ক্যাথরিন কনলি। প্রতিদ্বন্দ্বী হিথার হাম্পফ্রিসকে প্রায় ৬৩ শতাংশ ভোটের এক বিরাট ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন তিনি। এই ৬৮ বছর বয়সী কনলি একজন স্বাধীন রাজনীতিবিদ ও ব্যারিস্টার।
গতকাল শনিবার সন্ধ্যায় মোট ৪৩টি নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
কনলির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬৪ বছর বয়সী হাম্পফ্রিস আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা পরেই তার পরাজয় স্বীকার করেন। তিনি বলেছেন, ‘ক্যাথরিন আমাদের সকলের প্রেসিডেন্ট হবেন এমনকি তিনি আমারও প্রেসিডেন্ট।’ হাম্পফ্রিস প্রায় ২৯.৫ শতাংশ ভোটে পরাজয়ী হন।
স্বাধীনতার বার্তা / মেবি
