চলতি বছর ইরানে প্রায় ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর
২০২৫ চলতি বছরে এখন পর্যন্ত ইরানে অন্তত ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গতকাল মঙ্গলবার নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস গ্রুপ এই তথ্য জানিয়েছে।আইএইচআরের তথ্য মতে, গত এক সপ্তাহে দেশটিতে অন্তত ৬৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা যায়। সে হিসেবে গত সপ্তাহে দৈনিক গড়ে ৯ জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানায়, ২০০৮ সাল থেকে আইএইচআর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হিসাব রাখছে।২০২৪ সালে দেশটিতে রেকর্ড ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এ বছর এখনও তিন মাস বাকি রয়েছে। ইতোমধ্যেই মৃত্যুদণ্ডের সংখ্যা গত বছরকে ছাড়িয়ে গেছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব ও ইরান-ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে ১৯৮০ এবং ১৯৯০-এর দশকের শুরুর দিকে ইরানে বেশিসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানা যায়। বিগত তিন দশকের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানান মানবাধিকারকর্মীরা।