ইরানে ২০২২ সালের পরে সব চাইতে বড় বিক্ষোভ
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ২০২২ সালের পরে দেশটিতে সব চাইতে বড় আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। ওই বছর পুলিশের হেফাজতে থাকা অবস্থাতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ও প্রাণঘাতী এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একটি প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানিয়েছে।
সে আন্দোলনে ইসলামী প্রজাতন্ত্রে ব্যক্তিস্বাধীনতা হতে শুরু করে নিষেধাজ্ঞাজনিত ভয়াবহ অর্থনৈতিক সংকটসহ নানা ইস্যুতে জনরোষ প্রকাশ পায়।
কিন্তু, এইবারের বিক্ষোভের বিশেষ দিক হচ্ছে, এর সূচনা করেন বাজারের ব্যবসায়ীরা।
বর্তমান এই বিক্ষোভ এমন এক সময়ে শুরু হয়েছে, যখন ইরান ক্রমবর্ধমান পশ্চিমা হুমকির মুখে আছে। মাত্র ছয় মাস পূর্বেই প্রথমবারের মতো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। এরই মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে নতুন করে এই হামলার সম্ভাবনার কথা তুলে ধরেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের কয়েকদিন পরে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
