নেতানিয়াহুর ‘পরম বিজয়’ দাবি নিয়ে বিতর্ক
ইরান ও ইসরাইলের টানা ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।
তবে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ইসফাহানসহ বিভিন্ন পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় কিছুটা ক্ষতি হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি।
নেতানিয়াহু আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদও ধ্বংস করা হয়েছে, যা ইসরাইলের জন্য হুমকি ছিল।
এদিকে যুদ্ধবিরতির পর ইসরাইল জানিয়েছে, তারা এখন গাজায় অভিযান চালানোর দিকে মনোযোগ দেবে। উল্লেখ্য, ইরান-ইসরাইল সংঘাতে প্রায় ৮৬০ ফিলিস্তিনি নিহত হ
য়েছে।