ইরান-তুরস্কের সীমান্ত ক্রসিং নির্মাণের উদ্যোগ
ইরান ও তুরস্ক কুজেহরাশ সীমান্ত ক্রসিং প্রবর্তনের বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সালমাস শহরের নিকট অবস্থিত এই সীমান্তটি হবে দুই প্রতিবেশী দেশের মাঝে চতুর্থ সরকারি সীমান্ত বন্দর।পশ্চিম আজারবাইজান প্রদেশের রাস্তা রক্ষণাবেক্ষণ ও পরিবহন সংস্থার মহাপরিচালক জানিয়েছেন, কুজেহরাশ সীমান্ত ক্রসিংয়ের সঠিক অবস্থানের বিষয়ে তুরস্কের প্রতিনিধিদলের সাথে আলোচনা হয়েছে ও দুই দেশের মাঝে প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে।
৩০এ সেপ্টেম্বর কুজেহরাশের প্রস্তাবিত স্থানে স্থানীয় কর্মকর্তা ও তুরস্কের প্রযুক্তিগত প্রতিনিধিদের উপস্থিতিতে এক বিবৃতিতে আরসালান শোকরি বলেন, নতুন টার্মিনালের কারণে পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এপ্রকল্পের উদ্দেশ্য হলো যৌথ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক বার্ষিক বাণিজ্য বিনিময় ৩০ বিলিয়ন ডলারে উন্নত করা।
কুজেহরাশ সীমান্ত ক্রসিং সালমাস শহর হতে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
৫৫০ কিলোমিটার সীমান্ত নিয়ে পশ্চিম আজারবাইজান প্রদেশই হচ্ছে একমাত্র ইরানি প্রদেশ, যার সাথে তুরস্কের সীমান্ত রয়েছে। বর্তমানে এই প্রদেশে তিনটি প্রধান সীমান্ত বন্দর রয়েছে, যা ইরানের ইউরোপীয় বাজারে প্রবেশপথ হিসেবে কাজ করছে।