সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানের বর্তমান লক্ষ্য হলো তেহরানের পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া। ইরান বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির উপযোগী প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ( IAEA )

IAEA জানায়, কোনো দেশ এতো উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করে, তা হলে বিষয়টি গুরুতর উদ্বেগের কারণ। পশ্চিমা শক্তিগুলোর মতে, ধরনের উচ্চমাত্রার সমৃদ্ধকরণের পেছনে বেসামরিক কোনো যুক্তি নেই।

তবে তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। ইরান পরমাণু বিস্তার রোধ চুক্তির (NPT) একজন স্বাক্ষরকারী দেশ হিসেবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তির অধিকার বজায় রাখার কথা বলছে।

 

এদিকে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা আংশিক কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর