ইন্দোনেশিয়াতে বাস উল্টে ১৬ জন নিহত
ইন্দোনেশিয়াতে বাস উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। রাজধানী জাকার্তা হতে ইয়োকার্তাতে যাওয়ার পথে সোমবার ভোর বেলা এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেছেন, রাজধানী জাকার্তা হতে ইয়োকার্তার দিকে যাচ্ছিল এই বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় বেশ দ্রুত গতিতে চলছিল বাসটি। রাস্তার সাথে সংঘর্ষের পরে বাসটি উল্টে গেছে। বুদিওনো বলেছেন, আমরা ইতোমধ্যেই ৩৪ জনকে সরিয়ে নিয়েছি। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয় ও হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
বেশ কয়েকজনকে চিকিৎসার উদ্দেশ্যে সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
