ইন্দোনেশিয়াতে ভূমিধসে দুজন নিহত
ইন্দোনেশিয়াতে ভূমিধসে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনাতে নিখোঁজ আছে ২১ জন। শুক্রবার (১৪ নভেম্বর) একটি বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য জাভা প্রদেশে গত কয়েকদিন যাবত তীব্র বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যাতে সিলাকাপ জেলার তিনটি গ্রামে ভূমিধস হয়েছে। যার ফলে তিনটি গ্রামের বহু বাড়িঘর মাটির নিচে চাপা পড়ে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি একটি বিবৃতিতে জানায়, আজ শুক্রবার সকাল পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। দুই জনের লাশ পাওয়া গেছে ও ২১ জনের সন্ধানে এখনও তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়।
অক্টোবর হতে মার্চ পর্যন্ত বর্ষা মৌসুমে ইন্দোনেশিয়াতে প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। ইন্দোনেশিয়া হচ্ছে ১৭ হাজার দ্বীপের একটি দ্বীপপুঞ্জ যেখানে লাখ লাখ মানুষ পাহাড়ি এলাকাতে অথবা প্লাবনভূমির কাছাকাছি বাস করে।
জলবায়ু পরিবর্তনের জন্য বর্ষার সময়কাল ও তীব্রতাও পূর্বের তুলনাতে আরও অনিশ্চিত হয়ে উঠেছে।
এই মাসের শুরুতে দেশটির দূরবর্তী পাপুয়া অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে মোট ১৫ জন নিহত ও আরও আট জন নিখোঁজ হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
