সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে স্কুলধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে এসে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৩ জন। কয়েকদিনের প্রচেষ্টায় বেশিরভাগ ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে উদ্ধারকর্মীরা। এটিই ছিল দেশটিতে এবছরের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়।

গত রবিবার ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসের পরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শত শত কিশোর বয়সী ছাত্র।

স্কুলভবন ধসের পরে ৪৫ জনের লাশ ও আহত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মাঝে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয় হয়েছে ও বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন আছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, স্কুল ভবনের উঌপরের তলায় চলমান নির্মাণকাজের জন্য এর মূলভিত্তি কিংবা ফাউন্ডেশন বাড়তি চাপ সহ্য করতে পারেনি, যার ফলে পুরো কাঠামো ধসে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই শতাধিক ছাত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর