জুমার নামাজ চলাকালীন ইন্দোনেশিয়ার মসজিদে বিস্ফোরণ
শুক্রবার (৭ নভেম্বর) ইন্দোনেশিয়াতে মসজিদে নামাজের সময় একটি বিষ্ফোরণের ঘটনা ঘটে। আর্ন্তজাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, এই ঘটনাতে কমপক্ষে ৫৪ আহত হয়েছে।
ইন্দোনেশিয়ার রাজধানীর উত্তরে অবস্থিত কেলাপা গাদিংয়ে নৌবাহিনীর একটি স্কুল মসজিদের মাঝে দুপুর ১২:৩০ এর দিকে এ বিস্ফোরণগুলো ঘটেছে। বিস্ফোরণের পরে বহু মানুষ আহত ও হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানায় পুলিশ। কেলাপা গাদিং নগরের পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ এই বিস্ফোরণের কারণ তদন্ত করছে।
তিনি বলেছেন, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির সংখ্যা মোট ৫৪ জন, আহতদের মাঝে ছোট হতে গুরুতর ও পোড়া অংশও আছে।
মসজিদের ভিতরে থাকা গণিত শিক্ষক বুদি লাকসোনো বলেছেন, ‘খুতবা শুরু হওয়ার পরেই আমরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই, এইসময় মসজিদ ঘর সম্পূর্ণ ধোঁয়াতে ভরে যায়। সেখানে অবস্থান করা শিক্ষার্থীরা দৌড়ে বেরিয়ে গিয়েছিল, কেউ কেউ কাঁদছিল, অন্যরা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে।’
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মসজিদের প্রধান হলের পেছনের অংশ হতে এই বিস্ফোরণটি ঘটেছে, যার জন্য মুসল্লিরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান।
কিন্ত, কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই ঘটনার কারণ নির্ধারণ করতে পারেনি।
স্বাধীনতার বার্তা / মেবি
