ইন্দোনেশিয়ায় স্কুলধসে নিহত ৩, নিখোঁজ ৩৮
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসে অন্তত তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ৯৯ জন। নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩৮ জন। স্কুলের শিক্ষার্থীদের বয়স আনুমানিক ১২ থেকে ১৭ বছরের মধ্যে।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান মোহাম্মদ সায়াফি জানিয়েছেন, ভবন ধসে ১০২ জন হতাহত হয়েছে, যার মাঝে ৯৯ জন বেঁচে গেছেন ও মারা গেছেন তিনজন। আহতদের মাঝে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৩৮ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
মোহাম্মদ সায়াফি জানান, আহত ৭৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পূর্ব জাভার সিদোয়ারজোতে অবস্থিত আল-খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ভবনটি সোমবার বিকাল ৩টার দিকে ধসে পড়ে। সেসময় শিক্ষার্থীরা যোহরের নামাজের জন্য একত্রিত হয়েছিল। মেয়ে শিক্ষার্থীরা ভবনের অন্য অংশে নামাজ পড়ছিল যার ফলে তারা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ হতে কান্না ও চিৎকার শোনা যাচ্ছে। অন্যদিকে উদ্বিগ্ন আত্মীয়স্বজনরা তাদের প্রিয়জনদের অপেক্ষায় স্কুলের আশেপাশে তাঁবু খাটিয়ে অপেক্ষা করছেন।
ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছেন, দুই তলা ভবনটি দুর্বল ছিল। অতিরিক্ত দুটি তলা নির্মাণের ওজন বহন করতে পারেনি যার ফলে এই দুর্ঘটনা ঘটে।