ভারতের মোকাবেলায় পাকিস্তান ২০০% প্রস্তুত: খাজা আসিফ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, বন্ধুপ্রতিম দেশগুলো স্পষ্টভাবে পাকিস্তানের পাশে অবস্থান নিয়েছে। তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছে। এমনকি ভারতের নিকটতম মিত্ররাও পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেয়নি। পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্তে শত্রুর বিরুদ্ধে দৃঢ় প্রতিরক্ষা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। পাকিস্তান বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও প্রতিনিয়ত আলোচনা চলছে। উপ-প্রধানমন্ত্রী প্রতিদিন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছেন।
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার ও ফলপ্রসূ করা জরুরি। এখন পর্যন্ত এক-দুইটি দেশ সীমিত সহায়তা দিলেও আমাদের ঘনিষ্ঠ মিত্ররা এই সংকটে সুস্পষ্টভাবে আমাদের পাশে আছে।
তিনি আরও মন্তব্য করেন, ভারতের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই দুই দেশের ইসলামের প্রতি বৈরিতা কারও অজানা নয়।
খাজা আসিফ বলেন, মাদ্রাসা ও তাদের ছাত্ররা আমাদের প্রতিরক্ষার দ্বিতীয় সারির অংশ হিসেবে কাজ করছে। গতকাল পরিচালিত ড্রোন হামলাগুলো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনা দখলের উদ্দেশ্যে চালানো হয়েছিল। আমাদের অবস্থান প্রকাশ না পাওয়ার স্বার্থে শুরুতে সেসব ড্রোন আটকানো হয়নি। তবে ড্রোনগুলো যুক্তিসঙ্গত দূরত্বে পৌঁছালে সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাল্টা আক্রমণ দিনরাত অব্যাহত রয়েছে। বর্তমানে আমাদের বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে রয়েছে। পাকিস্তানি সেনারা সাহসিকতার সঙ্গে দেশ রক্ষায় নিয়োজিত রয়েছে। জাতিকে আশ্বস্ত করে তিনি বলেন, আমরা আত্মরক্ষার জন্য ২০০ শতাংশ প্রস্তুত।