সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ছবিঃ Getty image


ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করলেও, বাস্তবে কেউ প্রকৃত জয়ী হতে পারেনি।

কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনায় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, এই পদক্ষেপ সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচার হয় "পাকিস্তান আত্মসমর্পণ করেছে" বলে।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেন, পাকিস্তানের সেনাবাহিনী ইতিহাস গড়েছে। ইসলামাবাদে জনতা রাস্তায় নেমে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে।

কাশ্মীর ইস্যুতে ভারত বিদেশি মধ্যস্থতা প্রত্যাখ্যান করলেও, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দেন। পাকিস্তান সে প্রস্তাবকে স্বাগত জানালেও ভারত কঠোরভাবে তা নাকচ করে দেয়।

বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষে প্রকৃতপক্ষে কোনো পক্ষই পরিপূর্ণ বিজয় অর্জন করেনি। যুদ্ধবিরতি বজায় থাকলেও, কাশ্মীরের অশান্তি এখনো সমাধানের

অপেক্ষায়।


সূত্রঃ সিএনএন

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর