পুনরায় চালু হচ্ছে ভারত চীন ফ্লাইট
পাঁচ বছর বন্ধ থাকার পরে অক্টোবর হতেই ভারত ও চীনের মাঝে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও চীন নির্দিষ্ট শহরের মাঝে সরাসরি প্লেন চলাচল অক্টোবরের শেষ দিক হতে ফের শুরু করার বিষয়ে একমত হয়েছে। এটি শীতকালীন সময়সূচির সাথে মিল রেখে কার্যকর হবে।
২০২৫ সালের শীতকালীন সময়সূচি ২৬এ অক্টোবর হতে শুরু হবে। মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্ত কার্যক্ষম করতে দুই দেশের নির্ধারিত বিমান সংস্থার বাণিজ্যিক মতামত ও অন্যান্য কার্যক্রমগত শর্ত আগে পূরণ করতে হবে।
ঘোষণার সাথে সাথেই ইন্ডিগো এয়ারলাইন্স কলকাতা-গুয়াংজু রুটে প্রতিদিনের সরাসরি ফ্লাইট চালু করার ঘোষণা দিয়েছে। ফ্লাইট আরম্ভ হবে ২৬এ অক্টোবর হতে। দিল্লি-গুয়াংজু রুটেও ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
২০২০ সালের মার্চে করোনা মহামারির জন্যে ভারত চীনের সাথে সব আন্তর্জাতিক ফ্লাইট
স্থগিত করে দেয়। পরে বিশেষ এয়ার বাবল চুক্তির ভিত্তিতে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হলেও ভারত-চীন সরাসরি ফ্লাইট আর চালু হয়নি। এর প্রধান কারণ হলো ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পরে দুই দেশের মাঝের ক্রোধ।