সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ঢাকা বাংলাদেশ : গত কয়েক সপ্তাহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সীমান্তে শতাধিক ব্যক্তিকে "পুশ-ইন" বা জোরপূর্বক ঠেলে দেওয়ার ঘটনা ঘটিয়েছে, যা আইনবহির্ভূত ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এরইমধ্যে ভারতে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এবং পাল্টা পুশ-ব্যাকের সম্ভাবনা উল্লেখ করেছে।

গত দুই সপ্তাহে ভারতের গুজরাট, রাজস্থান ও ত্রিপুরা থেকে ৩৪০ জনের বেশি ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। এদের মধ্যে ২২৩ জন বাংলাদেশি, ১৯ জন রোহিঙ্গা এবং ২০ জনের পরিচয় শনাক্ত হয়নি।

  • খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৮১ জন এবং রৌমারীতে ৩০ জনকে পুশ-ইন করা হয়েছে। আটকদের মধ্যে নারী, শিশু ও গুজরাটের বাংলাভাষী মুসলিম সম্প্রদায়ের লোকজন রয়েছেন।

  • বিএসএফ সদস্যরা চোখ বেঁধে ব্যক্তিদের উড়োজাহাজে করে ত্রিপুরায় নিয়ে আসে, তারপর সীমান্তে হেঁটে ঠেলে দেয়। অনেকে দাবি করেছেন, ভারতে তাদের নির্যাতন করা হয়েছে।

  • ভারতের অভ্যন্তরে আটক হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে পাঠানো হচ্ছে। ভারতীয় মানবাধিকার কর্মীরা এটিকে "আইনবহির্ভূত" বলে চিহ্নিত করেছেন

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী জানান,পুশ-ইন রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। ভারতে পাঠানো কূটনৈতিক চিঠিতে পুশ-ইন বন্ধের দাবি জানানো হয়েছে।বাংলাদেশ পাল্টা পুশ-ব্যাকের কথা ভাবছে বলে জানানো হয়েছে। দেশটিতে অবস্থানরত প্রায় ১১ লাখ রোহিঙ্গা ও অজ্ঞাতপরিচয় ভারতীয়দের ফেরত পাঠানোর পরিকল্পনা করা হতে পারে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর