পাকিস্তানে ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার অভিযোগ ইসলামাবাদের
ভারতের বিরুদ্ধে পাকিস্তানে গাড়িতে একটি আত্মঘাতী বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হওয়ার অভিযোগ তুলেছে ইসলামাবাদ। কিন্তু ভারত এ অভিযোগটি কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে। ঘটনাটি পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের।
গতকাল (২৮ জুন) পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় হামলাটি চালায় আত্মঘাতী জঙ্গি। ডন পত্রিকার তথ্যমতে, ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৩ জন সেনা, আহত হয়েছেন ১০ সেনাসদস্য ও ১৯ বেসামরিক নাগরিক।
আজ (২৯ জুন) পাকিস্তানের এ দাবি প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীর এই হামলার যে বিবৃতি দিয়ে ভারতের ওপর দোষ চাপিয়েছে, তা ভিত্তিহীন। আমরা ঘৃণার সঙ্গে তা প্রত্যাখ্যান করছি।’