সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইকুয়েডরের মাচালা কারাগারে কমপক্ষে ১৩ জন বন্দি নিহত হয়েছে। দেশটির কারাগার সেবা সংস্থা (এসএনএআই) গতকাল সোমবার (৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে। 

এসএনএআই জানায়, মাচালা কারাগারের বাইরে একটি বিস্ফোরণ ঘটার পরে মৃতদেহগুলো পাওয়া গিয়েছে। কিন্তু বিস্ফোরণ সরাসরি হত্যার সাথে সম্পর্কিত কিনা সেটি এখনো নিশ্চিত করা যায়নি। কর্তৃপক্ষ মৃতদেহের ময়নাতদন্ত ও নানা 'রুটিন প্রক্রিয়া' পরিচালনা করছে যাতে করে মৃত্যুর সঠিক কারণ জানা যায়। এই ঘটনার পরে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। একটি প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানিয়েছে। 

এই বছর ইতোমধ্যে কারাগারে সহিংসতার বেশ কয়েকটি বড় ঘটনা ঘটে। গত মাসে, দেশটির নানা প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মাঝে সংঘর্ষে কমপক্ষে ৩১জন বন্দি নিহত হয়েছে। নিহতদের মাঝে ২৭ জনকে হত্যা করা হয়েছিল। গত সেপ্টেম্বর মাসে, আরো একটি সহিংস ঘটনাতে ১৪ বন্দি ও একজন কারাগার রক্ষী নিহত হয়েছে। 

এর পূর্বে, ২০২০ সাল হতে ইকুয়েডরের সহিংস কারাগারে ৬শ'র অধিক বন্দি নিহত হয়, যেটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইএসিএইচআর-এর এক প্রতিবেদনে উঠে এসেছে।

এইদিকে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার। কিন্তু, কারাগারে বন্দিদের নিরাপত্তা ইস্যুতে কোনো রকম মন্তব্য করেননি তিনি। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর